ওয়াহিদুজ্জামান অর্ক, কুষ্টিয়া থেকে
কুষ্টিয়ার খোকসা উপজেলা জয়ন্তীহাজরা ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় চার জন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে আজমল নামের এক ব্যক্তির অবস্থা আশংকাজনক। সোমবার রাতে খোকসা উপজেলার জয়ন্তীহাজরা গ্রামে এ ঘটনাটি ঘটে তবে, প্রতি পক্ষের দাবী তাদেরও একজন আহত হয়েছে। আহতরা হলেন, খোকসা উপজেলার গ্রামের আবু মোল্লার ছেলে আজমল (৫০) আকমল (৪৫) লালন (৩৫) এবং অজ্ঞাত একজন। আহতরা সবাই খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ভুক্তভোগী আজমল সাংবাদিকদের জানান, কোন কারন ছাড়াই পূর্ব শত্রুতার জের ধরে, টিপু গং কোন কারন ছাড়াই ২০/২৫ জন রাতে প্রথমে আমাদের বাড়ির সামনে একটি বাল্ব ভাংচুর করে। এরপর তারা আমাদের বাড়িতে ঢুকে পর অতর্কিত হামলা ও জিনিস পত্র তছনছ করে। এতে বাধা দিলে আমার ভাই আকমল, লালন এবং আমার চাচাকে তারা মারপিট করে আহত করে। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন,ঘটনাটির খবর পেয়ে আমি আমার অফিসার সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি, এবং এ বিষয়ে খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।